সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

কুষ্টিয়া হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা!

শরিফুল ইসলাম, কুষ্টিয়া / ১৭৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৫:৩০ পূর্বাহ্ন

কুষ্টিয়া হাই স্কুলের (২০২৩) ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ এপ্রিল) কুষ্টিয়া হাইস্কুলের অডিটোরিয়াম রুমে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতিগঠনের কাজে নিয়োজিত থাকতে এবং বাল্য বিবাহ রোধ করতে এগিয়ে আসার আহবান জানান তিনি ।

ক্রিড়া শিক্ষক আব্দুল আলিমের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষিকা সাবানা ইয়াসমিন, দেবেন্দ্রনাথ বিশ্বাস, সোহেল রানা প্রমুখ,প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা, কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক নুর মোহাম্মদ।

এ বছরে এ বিদ্যালয় থেকে ১০০ জন এসএসসি শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর