শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় সন্মাননা 

নিজস্ব প্রতিবেদক / ৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ২:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় সামাজিক-মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি রবিউল ইসলাম।

এসময় তিনি বলেন, যুব সমাজকে নানাভাবে কাজে লাগাতে হবে। সামাজিক সংগঠনের মাধ্যমে অসংখ্য ভাল কাজ করে থাকে যুবসমাজের একটি বড় অংশ। তিনি সমাজ থেকে মাদকের ভয়াবহতা দুর করতে এই সংগঠনকে কাজ করার আহবান জানান। তিনি উল্লেখ করেন কুষ্টিয়াকে একটি আধুনিক মানের স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। যুব সংগঠন গুলো শিক্ষার্থী সহ সমাজের মানুষকে খেলাধূলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা, নিঝুম লেডিস কর্ণারের স্বত্বাধিকারী ঝর্ণা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নারী সংরক্ষিত আসনের কাউন্সিলর রীনা নাসরিন, স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক ও সাংবাদিক এসএম জামাল।

স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ তার অভিব্যাক্তি প্রকাশ করে বলেন,আমরা স্বপ্ন প্রয়াস যুব সংস্থা “ একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে’ স্বেচ্ছাসেবার কাজ শুরু করি। আমাদের এমন কর্মকান্ড’র মূল লক্ষ্য যে মানবিক মূল্যবোদের বহি:প্রকাশ তা ফুটে ওঠে। স্বেচ্ছাসেবার প্রকৃত উদ্দেশ্য হতে হবে তাই সুদুরপ্রসারী এবং তাতে মানবিক দায়বদ্ধতার বহি:প্রকাশ থাকতে হবে। সমাজে কোনো ব্যক্তির স্বেচ্ছাসেবা তখুনি প্রকৃত অর্থে সমাজের কল্যাণ বয়ে আনতে পারে যদি পরিকল্পনা সুনির্দিষ্ট এবং সুদুরপ্রসারী হয় এবং নিরন্তরভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া যায়। আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকের আমার এই অর্জনের পিছনে আমাদের সংগঠনের সকলে সদস্য অবদান রয়েছে। এইটা আমাদের জন্য একটা বড় পাওয়া।
এইসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সকল সদস্যরা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর