১০ জুন শুক্রবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র কুষ্টিয়া ভেন্যু জেলা শিল্পকলা একাডেমি ভবনে প্রাথমিক বাছাইপর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত গুণি বিচারকদের সাথে স্থানীয় বিচারক হিসাবে অংশ নিবেন কুষ্টিয়ার দুই কৃতি সন্তান খ্যাতিমান বাউল শিল্পী টুনটুন বাউল এবং কুষ্টিয়া জেলা কালচার অফিসার, তরুণ মেধাবী সংগীতজ্ঞ সুজন রহমান।
উল্লেখ্য, অনুষ্ঠানটির মূল পর্বে তারকা বিচারকদের সাথে রয়েছেন কুষ্টিয়ার আরও দুই কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী ওস্তাদ শফি মন্ডল এবং শাহনাজ বেলী। কুষ্টিয়ার সকল অংশগ্রহণকারীর জন্য শুভ কামনা জানিয়েছে এখানকার শিপ্লী সমাজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের জন্য প্রতিযোগিতার কেন্দ্র খুলে দেয়া হবে সকাল ৮টায়।
কুষ্টিয়ায় স্থানীয় বিচারকদের সাথে অতিথি বিচারক আজাদ দেওয়ান মুক্তি,কাজল রেখা,লাভলী দেব এবং কামরুজ্জামান রাব্বির থাকার কথা রয়েছে।
মূল পর্বে বিচারক হিসাবে থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান।
বিশ্বব্যাপী বাংলার বাউল সংগীতের প্রসারে সান ফাউন্ডেশনের উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ‘ম্যাজিক’ এর পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে পরিবেশিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা’।
সাইফুল ইসলামের প্রযোজনায় ম্যাজিক বাউলিয়ানার শুরু থেকে শেষ সম্প্রচারিত হবে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা’র পর্দায়। পাওয়া যাবে ইন্টারনেট দুনিয়াতেও।
কুষ্টিয়ার প্রতিযোগিতা স্থলে প্রাথমিক বাছাইয়ে টিকে থাকার লড়াইয়ে যোগ দিতে পারেন কয়েক হাজার অংশগ্রহণকারী। অংশগ্রহণের নিবন্ধন শেষ হয়েছে গেলো ২৬ মে।