শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

তিনবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায়ছি,এবার প্রথম হয়েছি কুষ্টিয়াবাসীর জন্য

নিজস্ব প্রতিবেদক / ৩৪৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন

বক্তব্যর শুরুতেই তিনি বলেন,এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আরও তিনবার পায়ছি। কখনো প্রথম হতে পারি নাই। এবার হয়েছি। সেটা কুষ্টিয়াবাসীর জন্য।’

বক্তব্য দেওয়া মানুষটির নাম মজিবর রহমান।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া শহরে একটি মিলনায়তনে দেশের সেরা করদাতা হওয়ায় বিআরবি গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান কে সংবর্ধনা দেয় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯–এ (বৃহৎ শিল্প) যৌথভাবে প্রথম হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

নিজের উঠে আসার গল্প বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মজিবর রহমান, প্রথম যেদিন ঢাকা যান, সেদিন পকেটে মাত্র ৭০০ টাকা ছিল। ব্যবসা শুরু করেছিলেন ব্যাংক থেকে পাওয়া মাত্র ৫ হাজার টাকা ঋণ নিয়ে। শিশুছেলেদের মুখে দুধ দিতে পারেননি। পরিশ্রম আর ধৈর্য আজকের জায়গায় নিয়ে এসেছে। আজ ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে। কিন্তু তিনি পুরো টাকা নেননি। বললেন, টাকার দরকার নেই। সততা নিয়ে কাজ করলে, পরিশ্রম করলে সফলতা আসবেই।

মজিবর রহমান আক্ষেপ করে বলেন, অনেকে আছে, কুষ্টিয়ায় ব্যবসা শুরু করার পর কিছু টাকা হলেই ঢাকায় চলে যান। এতে কুষ্টিয়া পিছিয়ে যায়। তাঁর আহ্বান কুষ্টিয়ায় থেকে কুষ্টিয়ার উন্নয়নে এগিয়ে আসতে হবে। এতে এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি উন্নত হবে কুষ্টিয়া।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেন, দিনের পর দিন, বছরের পর বছরের অক্লান্ত পরিশ্রমের ফলেই বিআরবি গ্রুপের সাতটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নিষ্ঠা ও সততা ছিল বলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন মজিবর রহমান। কুষ্টিয়ায় যাঁরা বিনিয়োগ করে ব্যবসা করতে চান, তাঁদের সরকার থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সাংসদ হানিফ।

কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়ার সাংসদ আ কা ম সরওয়ার জাহান, সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি এস এম মুসতানজীদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ সম্মাননা ক্রেস্ট তুলে দেন মজিবর রহমানের হাতে। এ সময় মঞ্চে মজিবর রহমানের দুই ছেলে বিআরবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, এম আর এস ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক সামসুর রহমান ও জামাতা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মেজবার রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর