শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

কুমারখালীতে ছাত্রলীগের ২ কমিটি অনুমোদন

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৮৬৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ৩:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগে দুই ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. জীবন হাসান সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি ছাত্রলীগের প্যাডে দুই ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। সদকী ইউনিয়ন ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম শাওনকে সভাপতি ও মো. সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদী ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়।

একই দিন আলাদা আর একটি চিঠিতে মো. তুষার আহম্মেদকে আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট ৩ মাস মেয়াদী কয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায় কমিটি অনুমোদন করা হয়।

ছাত্রলীগের চিঠির সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ কুমারখালী উপজেলা শাখার জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করে দুই ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সদকী ইউনিয়ন ছাত্রলীগের ৬ মাস মেয়াদী আংশিক কমিটি এবং কয়া ইউনিয়ন ছাত্রলীগের ৩ মাস মেয়াদী আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর