মাতৃভাষার বিকাশের উদ্যোগ বেগবান করা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের মাধ্যমেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সম্ভব। এই কথাকে সামনে রেখে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পান্টি ইউনিয়নের সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক মতবিনিময় সভা ও উক্ত পাঠাগারের ২০২১ সালের সেরা পাঠকের পুরষ্কার প্রদান এবং ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ মনিম তুহিনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা সদস্য ও ডাঁশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, উপদেষ্টা সদস্য ও ডাঁশা মহর আলী দাখিল মাদ্রাসার সুপার মো. কবিরুল ইসলাম, ডাঁশা মহর আলী দাখিল মাদ্রাসার নবাগত সহকারী শিক্ষক (ইংরেজি) কাজী শহিদুল ইসলাম।
শোভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন প্রিপারেশন স্পেশাল কেয়ার কোচিং সেন্টারের পরিচালক মো. ইমদাদুল হক লিমন প্রমুখ। এছাড়াও এসময় সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের সাধারণ সদস্য ও পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মো. শাওন আহমেদ ও মোছাঃ শোভা খাতুনকে ২০২১ সালের সেরা পাঠকের পুরষ্কার হিসেবে বই উপহার প্রদান করা হয়। শেষে ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।