নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ মানবিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে সকল উপজেলা ও থানা পর্যায়ে অনেক মানবিক কাজ সম্পন্ন হয়েছে।
এই সংগঠনে কুষ্টিয়ার ব্র্যান্ডিং নাম হচ্ছে “মানবিক কুষ্টিয়া”। সংগঠনটির কুষ্টিয়া জেলা টিম সবসময় মানবিক কাজে নিয়োজিত রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মোল্লাতেঘরিয়া ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের পাখিদের ভালোবাসায় উন্নতমানের কার্পেট ও উপহার সামগ্রী প্রদান করেছে সংগঠনটি।
সংগঠনটির জেলা এম্বাসেডর জানান “মানবিক কুষ্টিয়া” জেলা টিমের সকল সদস্য অনেক সহযোগিতা করেছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী মোল্লা মারুফ ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দুলাল, সদর উপজেলা এম্বাসেডর মোঃ ফয়সাল, খোকসা উপজেলা এম্বাসেডর মেহেদী হাসান, সদস্য মাসুদ মর্তজা, তানভীর , আবীর, সিফাত , নাঈম , সাকিব, সহ আরো অনেকে।