শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডাউন

কুষ্টিয়ার সময় ডেস্ক / ১৮০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৬:৫৪ অপরাহ্ন

হঠাৎ করে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছে। বাংলাদেশের মোবাইল, কম্পিউটার থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর এ সমস্যা দেখা দেয়।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন বিশ্বব্যাপী এর ব্যবহারকারীরা। ফেসবুকের মালিকানাধীন এ তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম কাজ করছে না।

 

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা নাগাদ এ জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশেও ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন।

ব্যবহারকারীরা ফেসবুক পেজে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না বলে তাদের ডিভাইসের পর্দায় ভেসে উঠছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক বলছে, তারা জানে তাদের বেশকিছু গ্রাহক অ্যাপস এবং অন্যান্য পণ্য ব্যবহারে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। ফেসবুক সবকিছু আগের মত স্বাভাবিক করতে কাজ করছে। যাতে খুব দ্রুতই তারা আগের অবস্থায় ফিরে যেতে পারে এবং এই অবস্থার জন্য তারা ক্ষমা চেয়েছে।

তবে চলমান এই সমস্যার জন্যে অফিসিয়াল কোন কারণ দেখায়নি ফেসবুক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর