দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তায় ইট দিয়ে মেরামতির কাজ শুরু করলো স্থানীয় ইউপি চেয়ারম্যান। চলতি সপ্তাহেই শুরু হয়েছে ইট ও মোরাম দিয়ে মেরামত করার কাজ।
কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের সিঁদূর ঘাট থেকে তালতলা ব্রিজের যাতায়াতের রাস্তাটি দৃঘ্য দিন যাবত চলাচলের অনুপযোগীর চরম কষ্টসাধ্য হয়ে পড়ে, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা ইউ এন ও বরাবর আবেদন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান।
জনগণের দূর্ভোগ কমাতে উপজেলা চেয়ারম্যান ইউএনও কাজটি হাতে নিয়েছেন কাজের দেখা শোনা করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান।
ঝাউদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিদুর ঘাট ব্রিজ থেকে তালতলা ২৩০ মিটার রাস্তার মেরামত কাজ শেষ হলে স্বস্তি মিলবে এই অঞ্চল সহ আশেপাশে এলাকার মানুষের।
স্থানীয়রা জানান, বর্ষার মৌসুম আসলে অনেকটা কষ্ট করে আমাদের চলাচল করতে হয় অনেক সময় দেখা যাই পাখি (ভ্যান) অটো উল্টে যাই রাস্তাটি মেরামত শেষ হলে তাদের স্বস্তি মিলবে সহজেই তারা যাতায়াত করতে পারবো।
ঝাউদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজিদ ইসলাম বলেন, জনগণের দূর্ভোগ কমাতে রাস্তার মেরামত কাজ শুরু করেছি চেয়ারম্যান সাবেব সহ আমি নিজেও কাজের দেখা শোনা করছি মানুষ যাতে আর আগের মতো কষ্ট পোহাতে না হয় সেজন্যই চেয়ারম্যান সাহেব কে এই রাস্তাটি মেরামতের বিষয়ে অনেকবার বলেছিলাম শেষ মেষ কাজটি শুরু করেছি।
ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমি তাদের দুঃখ কষ্টগুলো আমি বুঝি। তালতলা রাস্তাটি অনেক দিন যাবত চলাচলের অনুপযোগী ছিলো সেইটা আমি আমাদের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার নির্দেশ মোতাবেক ইউএনও স্যার কে জানাই তাদের সহযোগিতাই এই সপ্তাহের প্রথম দিকে কাজটি শুরু করেছি খুব শীঘ্রই কাজটি শেষ করতে পারবো।