বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

খোকসায় ক‌রোনার ভ‌য়ে এ‌গি‌য়ে আ‌সে‌নি হিন্দুসমাজ, লাশ সৎকারে মুস‌লিমরা

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৫৭২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১:৩০ অপরাহ্ন

‌কু‌ষ্টিয়ার খোকসায় করোনায় মারা গে‌ছেন খোকসা ক‌লে‌জের সা‌বেক ল‌্যাব সহকারি ও ভেষজ চি‌কিৎসক নির্মল কুমার নন্দী ওর‌ফে পটল নন্দী (৭৫)। ‌শ‌নিবার (২৪ জুল‌াই) দিনগত রাত ১২ টা ৪৫ মি‌নি‌টে ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।

কিন্তু মারা যাওয়ার প‌রে তার লাশ সৎকার নি‌য়ে বা‌ধে বিপ‌ত্তি। হিন্দুরা তার সৎকারের দায়িত্ব এড়িয়ে গেলেও মুস‌লিম ক‌য়েকজন তরু‌ণের উদ্যো‌গে লাশ সমা‌হিত করা হয়।

নির্মল কুমার নন্দী খোকসা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দীনেশ কুমার নন্দীর ছেলে।

জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে নির্মল নন্দী করোনায় আক্রান্ত হন। প্রথমে তাকে কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।

রবিবার সকালে তার মৃতদেহ জানিপুরে নিজ বাড়িতে আনা হয়। কিন্তু করোনার ভয়ে হিন্দু সমাজের লোকেরা মৃত ব্যক্তির সৎকার করতে না আসায় ঘটে বিপত্তি। অবশেষে কয়েক ঘণ্টা পর প্রয়াত প্রদর্শকের বাড়িতে মা‌টি খু‌ড়ে তাকে সমাহিত করা হয়।

আর এই লাশ সৎকা‌রে নেতৃত্ব দেন বিশিষ্ট ক্রীড়া ব‌্যক্তিত্ব নাফিজ আহমেদ খান রাজু ও ছাত্রদলের কেন্দ্রীয় সংস‌দের সাবেক অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, সুমন, জনি, প্রদীপ, নজমুল, পলাশ, জিয়া, মুন্না, এরশাদ।

স্থানীয় সমাজপতি নির্মল চক্রবর্তী অনু ঠাকুর ব‌লেন, প্রয়াত ব্যক্তির বাড়িতে তিনি যাবেন এবং সৎকারের ব্যবস্থা করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর