কুষ্টিয়ার খোকসা উপজেলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া একটি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম। আজ মঙ্গলবার সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের হত দরিদ্র কৃষক কালু মল্লিক (৫০) হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল।
উল্লেখ্য,গত ১৩ই এপ্রিল আনুমানিক দুপুর দুই টা’র দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটলে মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে কালু মল্লিকের বসতবাড়ির আসবাবপত্র, নগদ অর্থ সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মূহুর্তেই নি:স্ব হয়ে যায় কালু মল্লিক সহায়সম্বল।
এ ঘটনার পরের দিন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ঈদ বাজার সহ পোশাক প্রদান করেন পরিবারটি`কে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন খোকসা সরকারী কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান ওয়াজেদ বাঙ্গালী, স্থানীয় ইউপি সদস্য, কাজী ইকরাল হোসেন, প্রভাষক সাইফুদ্দিন মজনু, ডা: হাফেজ মো. আব্দুর রহমান, সাংবাদিক মমিন হোসেন ডালিম প্রমুখ।