কুষ্টিয়ায় গোপন বৈঠককালে ২৫ জন মহিলা জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতনের নেতৃত্বে এস আই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে গোপন বৈঠককালে তাদেরকে আটক করে।
আটকরা হলেন- ঝাউদিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের আমির সাজেদা বেগম, রাইয়া বেগম, আছিয়া, শেফালী, জান্নাতুল, ইসমত আরা, পারভিন, নাজমুন নাহার, জরিনা খাতুন, নার্গিস, হাজেরা খাতুন, নাজিরা খাতুন, ডলি খাতুন, হাজেরা খাতুন, জোসনা, বিজলি, হাশিয়া ও শিলা।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বলেন, করোনাকালীন জনসংযোগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও গোপনে এই মহিলা জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।