কুষ্টিয়ার মিরপুর থানার নবগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তার কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদকা রাশেদুজ্জামান রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সদস্য অধ্যাপক আব্দুস সালাম, সাংবাদিক আলম মন্ডল, জাহিদ হাসান জিহাদ, রুবেল আহাম্মেদ নান্নু প্রমুখ ।
মতবিনিময়ের পূবে প্রেসক্লাবের পক্ষ থেকে নবগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময়কালে অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, মিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের জানমালের নিরাপত্তায় একজন সেবক হিসেবে কাজ করতে চায়।
তিনি আরো বলেন, মাদক ও জুয়ার কারণে এলাকায় আইন-শৃংখলার অবনতি হয়ে থাকে। তাই এ উপজেলা থেকে মরণ নেশা মাদক ও জুয়ার আড্ডা বন্ধে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মিরপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা কমনা করেন।