কুষ্টিয়ার লক্ষ্মীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হন। এর মধ্যে গুরুতর আহত ইনসান নামে একজন। দুর্ঘটনাটি জেলার গণমাধ্যম কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। সংবাদ সংগ্রহের জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হন।
অন্যসব কর্মীদের মত প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানও ছুটে চলেন একই গন্তব্যের দিকে। কিন্তু মাঝপথে তার ব্যবহৃত মোটরসাইকেলের পেছনের চাকা পাংচার হয়ে যায়। কিন্তু দুর্ঘটনার সংবাদ তার চাই চাই। নিজের দায়িত্ববোধ পাশাপাশি অফিসের তাগিদ গন্তব্যে যাওয়ার উপায় খুঁজে পাচ্ছিলেন না তিনি। একই গন্তব্যের দিকে যাচ্ছিল ইঞ্জিনচালিত আলগামন। তাতে চড়ে বসলেন তৌহিদ গন্তব্যে পৌঁছলেন ঠিকই কিন্তু একটি ফোনকল তাকে আবার কুষ্টিয়ার দিকে ফিরে আসতে অনুরোধ করল।
একদিকে সংবাদে তাগিদ অন্যদিকে এক ব্যক্তির জীবন জীবন মানে ট্রাক এবং অ্যাম্বুলেন্সে সংঘর্ষে যে ৬ জন হতাহত হয়েছেন তাদেরই একজন ইনসান আলী আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশো শয্যার হাসপাতালে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার রক্তের প্রয়োজন। প্রচুর রক্তক্ষরণ হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। বাঁচবেন কিনা শঙ্কায় সবাই। রক্তের জন্য ফোনটি অবশ্য করেছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। ফোনে তার কথা ছিল এমন “তৌহিদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতলের অপারেশন থিয়েটারে রয়েছেন ।
তার রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ ও পজেটিভ। আপনার কোন পরিচিত ব্যক্তির যদি ও পজেটিভ রক্ত থেকে থাকে তাহলে তাকে প্লিজ হাসপাতালে পাঠান” তৌহিদ তখন নিজেই দেখল সংবাদ আমি সংগ্রহ করতে পারব ঠিকই কিন্তু রক্তের অভাবে একজন মারা যাবেন এটি হতে দেয়া যাবেনা। তাই দুর্ঘটনাকবলিত এলাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকের সহায়তায় পৌঁছে যান হাসপাতালে অপারেশন থিয়েটারে। সেখানে তিনি মুমূর্ষ ইয়াসিনের জন্য এক ব্যাগ রক্ত দেন । এক ব্যাগ রক্ত হয়তোবা ইনসান আল্লাহ সহায় থাকলে বেঁচেও যেতে পারেন।
এক ব্যাগ রক্ত দিলেন তিনি ।এখানে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তৌহিদ । তিনি দেখিয়ে দিলেন সংবাদটি তার জন্য জরুরী ছিল না যদিও সংবাদটি তিনি ঠিকই করে ফেলেছেন কিন্তু একজন মানুষের জীবন বাঁচানোর জন্য যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সেটি সত্যিই প্রশংসনীয়। তাই আসুন আমরা সবাই তৌহিদের মত গণমাধ্যমকর্মীরা মানবিক হই। কুষ্টিয়ার সময়ের পক্ষ থেকে স্যালুট প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদকে।