কুষ্টিয়ার খোকসায় সুদের টাকার চাপে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানা যায়, উপজেলার পদ্মবিলা গ্রামের কিতাবুদ্দিন শেখের ছেলে মনিরুল (২৮) বৃহস্পতিবার রাত ১০টায় নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে বমি বমি করতে থাকে পরে বিষয়টি পরিবারে অন্য সদস্যরা টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার তাকে মৃত ঘোষণা করেন। তার একটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জনক।
মনিরুলের বাবা কিতাবুদ্দিন শেখ জানান, বিভিন্ন জনের কাছ থেকে সুদে ঋণ করে মনিরুল। এই টাকার জন্যে প্রতিদিনই পাওনাদাররা বাড়িতে এসে ছেলেকে শাসিয়ে যেত। টাকা পরিশোধের জন্যে করার চেষ্টা করলেও করোনার কারণে পারেনি। কিন্তু সুদখোররা তা না মেনে চাপ অব্যাহত রেখেছিল। সুদখোরদের এমন চাপে আমার ছেলে মানসিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে থাকতো।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, যতটুকু জানা গেছে গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে সম্ভবত ঋণের টাকায় জর্জরিত হয়ে। এবং পাওনাদারদের চাপাচাপি করার কারণেই আত্মসম্মানের সে আত্মহত্যা করেছে। থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।