কুষ্টিয়ার জনপ্রিয় ও প্রথম অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম কুষ্টিয়ার সময়ের আনুষ্ঠানিক শুভ সূচনার মধ্য দিয়ে ভিন্ন আংগিকে পাঠককের সামনে আসছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর নয়া পল্টনে কুষ্টিয়া ভবনে কেক কেটে বিশেষ এ দিনটিকে স্বরণীয় করে রাখা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার সভাপতি মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, কুষ্টিয়ার সময় হোক কুষ্টিয়ার গণমানুষের মুখপাত্র। কুষ্টিয়ার সব ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতির সম্ভার হবে কুষ্টিয়ার সময়।
সভাপতির বক্তব্যে পত্রিকাটির সম্পাদক আহসানুল হক নবাব বলেন, আমরা ভিন্ন আংগিকে নতুনত্ব নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছি। আশা করি আবারও কুষ্টিয়ার সময় পাঠকপ্রিয়তা পাবে। পাশাপাশি আমরা সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই পত্রিকাটির সাথেই থাকুন।
উপদেষ্টা সম্পাদক ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার মহাসচিব রবিউল আলম বাবুল বলেন, কুষ্টিয়ার সময় তার বস্তুনিষ্টতা ধরে রাখতে- এমন প্রত্যাশা সবসময়। আর পত্রিকাটিকে সব ধরনের সহায়তা করবে আমাদের সমিতি। আর পত্রিকাটি মাল্টিমিডিয়া হতে যাচ্ছে জেনে আমরা আনন্দিত।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপদেষ্টা সম্পাদকমল্ডলীর সদস্য আনোয়ার হোসেন, অরণ্য রেজা, কবি নাহিদু্জ্জামান নাহিদ, ফারুক আহমেদ, দুলহান শাড়ির স্বত্ত্বাধিকারী মাসুদ, কুষ্টিয়ার সময়ের হেড অব প্ল্যানিং মনিরুজ্জামান শাহীনসহ কবি ও সাহিত্যিকবৃন্দ।
সভাটি পরিচালনা করেন কুষ্টিয়ার সময়ের প্রকাশক ও প্রতিষ্ঠাতা সম্পাদক মনিরুল ইসলাম মনি।