কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত খোকসা-জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টি ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সুনামের সাথে পরিচালিত হয়ে ২০১৮ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের স্বীকৃতি লাভ করেছে। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক আবু হানিফ ১১ ফ্রেরুয়ারী ২০১৬ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রধান শিক্ষক আবু হানিফ অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন সহ ব্যাপক পরবির্তন ঘটে।
একজন প্রতিষ্ঠান প্রধানের চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি, কর্মদক্ষতার প্রকাশ ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও শিক্ষার ফলাফলের মাধ্যমে। বিদ্যালয়টি ২০১৯ সালে খোকসা উপজেলা ও কুষ্টিয়া জেলার মধ্যে সেরা হয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতা করে।
তাছাড়া ২০১৯ সালে ২৩ জুনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে প্রাথমিক শিক্ষার গুণগত মানউন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের নিকট হতে জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে স্বীকৃতি সনদ ও ক্রেষ্ট পান।
বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের স্বীকৃতি ক্রেষ্ট
এ সাফল্যের পেছনে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের নানা উদ্ভাবনী কাজের ছক এবং তা বাস্তবায়নে সহকর্মীদের দলবদ্ধ পারস্পরিক সহযোগিতার মনোভাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু চাকরির প্রচলিত নিয়মে এ বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের আটকে রাখেননি। বরং সৃজনশীলতা দিয়ে পরিচিত করে তুলেছেনে বিদ্যালয়টিকে।
খোকসা জানিপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ কুষ্টিয়ার সময়কে বলেন, বিদ্যালয়টির শিক্ষার গুণগতমানসহ সার্বিক উন্নয়নে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও চেষ্টা করছি আগামী দিনেও করবো। এ ছাড়াও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যুগোপযোগী চেতনার ধারাবাহিক আলোকে শিক্ষার্থীদের সুশিক্ষার আলোয় আলোকিত করতে আমাদের রয়েছে কিছু সময়োপযোগী পদক্ষেপ, যা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। পাঠদানে এনেছি সর্বাধুনিক বিজ্ঞানভিত্তিক ও মাল্টিমিডিয়া পদ্ধতি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্বল শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যার ফলে আমাদের বিদ্যালয় খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দুইবার। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের বুদ্ধি, মেধা ও নৈতিকতা বিকাশে তথা তাদের একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জাতির বৃহত্তর কল্যাণে এ প্রতিষ্ঠান আশাতীত ভূমিকা রাখবে।
দূর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে এই প্রতিবেদক প্রশ্ন করলে তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি বিশেষ মহল আমার ভালো কাজের প্রতি ঈর্ষান্বিত হয়ে ভুল তথ্য প্রদানসহ আমার বিরুদ্ধে দূর্নীতি-অনিয়মসহ নানা লিখিত অভিযোগ করেছেন এবং সেটার তদন্তও করেছে কিন্তু কোনো সত্যতা পায়নি। এ গুলো ব্যক্তি আক্রোশমূলক করা হচ্ছে এবং সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা সরজমিনে এসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবার জন্যে।
উল্লেখ্য, খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ ২০১৬ সালে যোগদান করার পর থেকে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থা থেকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় সুন্দর-মনোরম পরিবেশ তৈরি করি যা এলাকাবাসীসহ ছাত্র-ছাত্রীর অভিভাবকদের কাছে থেকে পেয়েছেন সুনাম।