কুষ্টিয়ার খোকসায় খেজুরের পাটালি খাওয়াকে কেন্দ্র করে মায়ের সাথে অভিমান করে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী (আশা) ৬ জানুয়ারি শনিবার বিকেলের দিকে গলায় ওড়না দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার বিকাল ৩ টা ৪৫ মিনিটের দিকে শোমসপুর ইউনিয়নে সাতপাকীয়া গ্রামে খোকন সেখের একমাত্র মেয়ে (আশা) নিজবাড়ীতে এই আত্মহত্যা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে, শীতের পিঠা তৈরীর খেজুরের পাটালী খেয়ে ফেলায় রাগ করার কারণে মায়ের সাথে অভিমান করে ঘরের মাঝের কক্ষে ডাবের সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস নেয়।
মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এবং মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা নিয়েছি এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আমরা এর আইনানুগ ব্যবস্থা নিব।