আতিকুর রহমানকে সভাপতি ও শেখ হাফিজ মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ নভেম্বর ইয়াসির আরাফাতকে সভাপতি ও সাদ আহমেদকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি কমিটি প্রায় চার বছর পর চলতি বছরের ১৬ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য আতিকুর রহমানকে সভাপতি ও শেখ হাফিজকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে নতুনদের কাছে ভালো কিছু আশা করছি। তারা সংগঠনকে সুসংগঠিত করে দল ও দেশের জন্য কাজ করবে।’
নতুন কমিটিতে পদ পাওয়া দুই নেতাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, আদর্শিক ও পরিচ্ছন্ন সংগঠন করাই হবে তাঁদের মূল লক্ষ্য।