রাজবাড়ীতে লেডিসক্লাবের উদ্বোধন করলেন এমপি খোদেজা নাসরিন
বুধবার (২ডিসেম্বর) রাজবাড়ীর পাংশায় লেডিসক্লাব পাংশা এর উদ্বোধন করেছেন মাননীত জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৩৪০) এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সহ-ধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি নূপুর রানী দাস’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার এর সঞ্চলনায় উপজেলা পরিষদ হলরুমে লেডিসক্লাব পাংশা’র আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, এড. খোদেজা
নাসরিন আক্তার হোসেন মাননীত জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৩৪০) বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সহধর্মিনী মিসেস আইরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও তার সহধর্মিনী, মহিলা বিষয়ক কর্মমর্তা এম এ নাহার, পরিসংক্ষান কর্মকর্তা মাহমুব হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, পাংশা লেডিসক্লাব কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। কেও এটাকে রাজনৈতিক প্রতিষ্ঠানের আক্ষা দেবার মাধ্যমে কালিমা লেপন করবেন না। লেডিসদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা সংষারের কাজকর্ম শেষে এই প্রতিষ্ঠানে আসবেন নিজেদের সুখ-দুখ্য হাসি-কান্না ভাগাভাগি করবেন।
প্রধান অতিথীর বক্তব্যে সাংসদ খোদেজা নাসরিন বলেন, মা-বোনরা যদি ইতিহাস সম্পর্কে সচেতন হয় তাহলে তাদের সন্তানরাও সু-ধারনা পাবে। আপনার ইতিহাস সম্পির্কে সচেতন হোন। শিক্ষিকা, চাকুরিজিবী, গৃহিনী লেডিসক্লাবের সদস্যগনসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।