রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে হাসান আলী শেখ (২৫) ও সালাম মন্ডল (৫৫) নামে অস্ত্র মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- হাসান আলী শেখ মৌরাট ইউপির চর হরিণাডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে ও সালাম মন্ডল মুছিদাহ গ্রামের ইয়াছিন মন্ডলের ছেলে।
জানা যায়, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম এর) এর সার্বিক তত্বাবধানে পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন এর নেতৃত্বে শনিবার এস আই ননী গোপাল সরকার অভিযান চালিয়ে সালাম মন্ডলকে ও এস আই সেকেন্দার অপর এক অভিযানে হাসান আলী শেখকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরন করা হয়ে।