কুষ্টিয়ার খোকসার গনেশপুর গুচ্ছগ্রামের পাশে আলী কবিরাজের জামাই আবু তাহের (২৫) শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে কোন এক সময় ফাঁস নেয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, রাজবাড়ির পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন এর নাচনা মুরাদপুর গ্রামের মোহাম্মদ বারিক শেখের ছেলে আবু তাহের (২৫) এর সঙ্গে গনেশপুর গুচ্ছগ্রামের আলী কবিরাজের মেয়ে ঝর্না খাতুন (২২) এর সঙ্গে আট বছর আগে তাদের বিবাহ হয়। তাদের সংসারে একটি ৫ বছরের পুত্র সন্তান আছে।
স্ত্রী ঝর্না খাতুন বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নেশার সঙ্গে জড়িয়ে পড়ে। এতে আমার সংসারে অশান্তির সৃষ্টি হয়। তাই আমি শ্বশুর বাড়ি থেকে আমার বাবা-মায়ের বাসায় চলে আসি। এক সপ্তাহ পরে আমার স্বামী আমাকে নিতে আসে আমি নেশাখোর আবু তাহের’র সংসার করব না বলে তাকে চলে যেতে বলি। তারপর সে অভিমান করে আমাদের বাড়ির পাশে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
খোকসা থানা অফিসার ইনচার্জ মো. জহুরুল আলম’র জিজ্ঞাসাবাদে মৃত আবু তাহেরের গ্রামের ইউপি সদস্য সহ গ্রামবাসীর কাছে মৃত ব্যক্তি শরীরের কোন আঘাতের চিহ্ন বা কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি বলে তারা জানিয়েছেন।
শুধু মৃত তাহেরের বাবা বারিক সেখ বলেন আমার সন্তানকে তারা নির্মমভাবে হত্যা করেছে এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ অপমৃত্যুর পাশাপাশি একটি অভিযোগ নিয়েছে।
পরে আজ দুপুরে মামলার সঠিক তদন্তের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, পোসমডেম রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ওসি।