শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

কুমারখালী শিল্পকলা একাডেমির নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত! 

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধা ৭ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কৃতির সাথে নিজেকে পরিচিত করতে হলে নিজেকে ধারণ করতে হবে বাধ্যজগতের মধ্যে দিয়ে। প্রভাবিত করতে হবে সংস্কৃতিকে। মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে সংস্কৃতির অঙ্গনে আলো ছড়াতে কাজ করতে হবে একত্রে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যারা ছিলেন, কুমারখালী জাসস সভাপতি ফারুক হোসেন রানা,গড়াই সংস্কৃতি পরিষদের সভাপতি মাহমুদ হোসেন মানু,শাজাহান আলী বিশ্বাস,এছাড়াও শিল্পীকলা একাডেমির শিক্ষার্থী ও তাদের অভিভাবক।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির ১১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামকে সভাপতি করে কে এম আলম টমেকে সাধারণ সম্পাদক করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর