ছুটি শেষে কাজে ফেরার পথ থেকে নিখোঁজ রয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের কামালপুর গ্রামের এ.কে মালেক মাসুদ। মাসুদ বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। গেল ২৩ অক্টোবর থেকে নিখোঁজ তিনি।
সরকারি কোয়ার্টারে স্ত্রী সন্তান নিয়ে থাকেন মাসুদ। ছুটিতে বাড়িতে আসেন স্ব পরিবারে। গত ২৩ অক্টোবর সকালে যশোরে চাকরিতে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হয় সে। সকাল ১০টায় রওয়ানা হয়ে পথিমধ্যে বেলা ১২টায় শেষবার কথা হয় স্ত্রী সোনিয়ার সাথে। এরপর আর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আত্মীয়-স্বজন ও কর্মস্থলে খোঁজ নিয়েও পাওয়া যায়নি মাসুদের খবর।
২৫ অক্টোবর এ প্রসঙ্গে একটি সাধারণ ডায়েরি করা হয় দৌলতপুর থানায়।
নিখোঁজ মাসুদের স্ত্রী সোনিয়া খাতুন জানান, ছয় বছরের সংসার জীবনে তাদের উল্লেখযোগ্য কোনো বিবাদ নেই। তেমন কাছের নারী-পুরুষ বন্ধুও নেই মালেক মাসুদের। রাজনৈতিক অরাজনৈতিক কোনো শত্রুতাও নেই। এক সাথে ছুটিতে বাড়িতে এসে মাসুদের একা ফেরার কথা, এজন্য আগে থেকে ট্রেন বা বাসের কোনো টিকেট করা ছিলো না।
নিখোঁজের সন্ধানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে পরিবারটি। জানা গেছে, মাসুদ ফ্রী ফায়ার ভিডিও গেমে আসক্ত ছিলো নিখোঁজের দিন সে তার খেলার এ্যাকাউন্ট বিক্রি করে দেয় অন্য আরেক খেলোয়াড়ের কাছে।
দৌলতপুর থানার ওসি আওয়াল কবির জানান, ইতোমধ্যেই নিখোঁজের সন্ধান পেতে প্রয়োজনীয় নানা আইনী পদক্ষেপ নিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, পোড়াদহ এবং কুমারখালির ছেঁউড়িয়ায় নিখোঁজ মাসুদের দুটি ভিন্ন সময়ে লোকেশন পাওয়া গেছে। ২৪ অক্টোবর পর্যন্ত তার ব্যবহৃত ফোনটির অবস্থান জানা সম্ভব হয়েছে।