বৃষ্টি উপেক্ষা করে মৎস্য শিকারীদের মাছ ধরার মহা উৎসব। ছোটো বড় নানান বয়সী মানুষ আসে মাছ ধরার এই উৎসব দেখতে। দেশের বিভিন্ন জেলার প্রায় অর্ধ শতাধিক মৎস্য আরোহী বরশি নিয়ে মাছ শিকার করছেন। দু-দিন ব্যাপি এই মাছ ধরার মহা উৎসব বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে চলে ২৫ অক্টোবর পযন্ত। বৃষ্টি উপেক্ষা করেই মাথায় ছাতা কাঁধে গামছা জরিয়ে নানান বয়সী মানুষ মাছ শিকার দেখছেন। বিকেল থেকেই শুরু হওয়া বৃষ্টির মধ্যেই ব্যস্ত মাছ ধরতে শিকারীরা।
এমন উৎসব প্রতিযোগিতা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুড়িয়া গ্রামে সততা সৌখিন মহস্য খামারে।
মাছ ধরার এই প্রতিযোগিতায় উৎসবের আমেজে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান ও বসে খামারের পাশেই। মাছ ধরা উৎসব দেখতে ভিড় জমে সততা শৌখিন খামারে নানা বয়সী মানুষ।
রুই, কাতলা আর গ্লাস কাপ মাছ ধরার প্রতিযোগিতায় খুশি মৎস্য আরহীরা। শখের বশেই মূলত নানা জেলায় মাছ শিকার করে থাকেন এখানে আসা শিকারীরা। ১৬ টি সিটে সিট প্রতি ৫ জন করে মোট ৮০ জন মৎস্য আরহী মাছ ধরেছেন এই খামারে। প্রতন্ত এই গ্রামে এমন উৎসব আগে দেখেননি এলাকাবাসী।
ঘন্টাব্যাপী চলা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে রুই,কাতলা, মিগেল মিনারকাপ সহ বেশ কয়েকটি প্রজাতির মাছ তুলছেন কেও কেও। মাছ ধরে আনন্দ আর উল্লাসে মেতে ওঠেন শিকারীরা।
পাবনা থেকে মহস্য শিকারে আশা বাপ্পি রহমান বলেন, শখের কারনেই বিভিন্ন জেলায় মাছ শিকার করে থাকেন তারা। অন্য কাজের পাশাপাশি তারা মাছ শিকার করার মধ্যে আনন্দ উপভোগ করেন।
সততা সৌখিন খামারের উদ্যোক্তা মো.চাঁদ আলী মোল্লা বলেন, অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো এমন উৎসবের প্রতিযোগিতা দেওয়া, দিতে পেরে তিনি সার্থক। সবার উৎসাহ পেলে আগামীতে বড় পরিসরে এমন প্রতিযোগিতা দেওয়ার কথা জানান তিনি।