রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক ৩

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ১৩২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১:০৮ অপরাহ্ন

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিন জন মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসীদেরকে আটক করেছে বিজিবি। শুক্রবার বেলা আড়াইটার সময় তাদের উপজেলার আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়ী থেকে আটক করে বিজিবি।

আটকৃতরা হলেন, চক বৈদ্যনাথতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), নাটোর জেলার উত্তর বড়গাছা গ্রামের আ: ছাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) এবং রাজশাহী বাঘা থানার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের জনৈক ব্যক্তি মোঃ আকবর আলী (৫৫) এর বাড়িতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গমনের উদ্দেশ্যে তিন জন বাংলাদেশী মাদক ব্যবসায়ী ও হত্যাকান্ডের সাথে জড়িত কুখ্যাত সন্ত্রাসী অবস্থান নেয়।

উক্ত সন্ত্রাসীদের অবস্থানের সংবাদ বিজিবি জানতে পেরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়কের দিক-নির্দেশনায় সন্ত্রাসীগণ সীমান্ত এলাকায় অবস্থানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করে ৪টি হত্যা মামলা, ৫টি নাশকতা মামলা, ১১ টি সন্ত্রাসী মামলার আসামী চক বৈদ্যনাথতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭)।

৪টি মাদক মামলা, ৪টি মোটর সাইকেল চুরি মামলা এবং ২টি চাঁদাবাজি মামলার আসামী নাটোর জেলার উত্তর বড়গাছা গ্রামের আ: ছাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) ও ১টি মাদক মামলার আসামী রাজশাহী বাঘা থানার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলুকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের মধ্যে অন্ততঃ দুই জনের বিরুদ্ধে ০৫ আগস্ট এবং তৎপরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকান্ডের সাথে জড়িত হওয়ার অভিযোগ ও মামলা রয়েছে। উক্ত অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী দৌলতপুর থানায় মামলা দায়ের এর কার্যক্রম চলমান রয়েছে।

অভিযুক্তদের অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় নাটোর জেলা হতে একটি বিশেষ পুলিশ টহল দল প্রিজনভ্যানযোগে দৌলতপুর থানা হতে দ্রæততর সময়ের মধ্যে স্থানান্তর কার্যক্রম একই সাথে চলমান রয়েছে বলে জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর