কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের আহ্বানে, সম্প্রতি কোটা সংস্কারে শিক্ষার্থী আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে মোমবাতি ও পতাকা সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দৌলতপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল দৌলতপুর থানা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পৌঁছায়। পরে বিক্ষোভ সমাবেশ হয় ম্যুরালের পাদদেশে। এতে দৌলতপুর অনার্স কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, সাবেক ছাত্রনেতা দৌলতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বীন জোহানী তুহিন সহ অন্যান্য সাবেক-বর্তমান ছাত্র নেতারা বক্তব্য রাখেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমানের নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিল অংশ নেয় সমাবেশ স্থলে।
বক্তারা বলেন, আপনাদের দাবি দাওয়া নিয়ে প্রয়োজনে নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চিঠি লেখেন, আমাদের নেত্রী শিক্ষার্থী বান্ধব তিনি আপনাদের দাবিদাওয়ার ন্যায্যতা বিচার করবে। আপনারা যারা নৈরাজ্য সৃষ্টি করছেন, দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন তাদের ছাড় দেয়া হবে না।