শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

দৌলতপুরে সেফটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

কুষ্টিয়ার সময় অনলাইন / ২১৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১:২২ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে একটি বাড়িতে সেফটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে দুই তরুণের মৃত্যু হয়েছে। একজনকে তাৎক্ষণিক অসুস্থ অবস্থায় টেনে তোলা হয়।

শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। আজ লিটন ও রাজন সেখানে কাজে নামলে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, নিহত দুজনের মধ্যে একজন মাছ ব্যবসায়ী, আরেকজন কৃষি কাজ করে, কেউই এই কাজের জন্য দক্ষ বা অভিজ্ঞ ছিলেন না। এলাকাবাসীর অভিযোগ, বাড়ি ওয়ালার অসচেতনতার।

পুলিশ ও ফায়ারসার্ভিস লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু জানান, ট্যাঙ্কে নেমে অসুস্থ হয়ে দুই শ্রমীকের মৃত্যুর খবর জেনেছি। তাদের মরদেহ এখন হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর