সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

দৌলতপুরে ভাম্যমান আদালতে ৪ লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ২১০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:২২ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর চীলমারী বাংলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ০৪ (চার) লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলার চীলমারী বাংলাবাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এবং ৪৭ ব্যাটালিয়নের উপ পরিচালক (এডি) মোহা: জাকিরুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, মঙ্গলবার দুপুর ১২ টার সময় দৌলতপুর উপজেলার চীলমারির চর বাংলাবাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে, অবৈধ পথে ভারত থেকে আনা ভারতীয় বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয় তবে এ সময় কোন দোকানের মালিককে জরিমানা বা আটক হয়নি শুধু তাদের প্রায় ০৪ (চার) লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মালামাল কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর