কুষ্টিয়ার দৌলতপুর অনার্স কলেজে লেখাপড়ায় অতিরিক্ত অর্থ আদায়, নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের গুলি করে মারার হুমকি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি আহ্বান করে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ। রোববার সকালে এতে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থী সহ নানা রাজনৈতিক সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ।
এতে অন্যান্যদের সাথে একাত্মতা ঘোষণা করে অংশ নেয় আল্লারদর্গা শহর যুবলীগের নেতাকর্মীরাও। আল্লারদর্গা শহর যুবলীগের সংগঠক আলীরাজের নেতৃত্বে এই আন্দোলন কর্মসূচিতে যোগ দেন তারা।
এসময় বক্তারা দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের।
উল্লেখ্য, শিক্ষার্থীদের নানা দাবি আদায়ে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের আন্দোলনে মুখোমুখি প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান।
সকালের মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। ছড়িয়ে পড়ে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের রাস্তায়।