শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

দৌলতপুরে জাতীয় শিশু দিবস পালিত

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ৭৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৯:১৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রোববার সকাল ৯টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা জানান। এরপর দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে উপজেলা পরিষদ, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকর হাসুর নেতৃত্বে দৌলতপুর আওয়ামী লীগ, দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে দৌলতপুর উপজেলা যুবলীগ এবং দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের নেতৃত্বে দৌলতপুর কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, আব্দুস সোবহান, ওমর আলী, জান মহম্মদ ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।

আলোচনা সভা পরিচালনা করেন দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম। সভায় আলোচকবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কর্মময় জীবন নিয়ে আলোচনায় অংশ নেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে শনিবার শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর