মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

কুষ্টিয়ায় খেটে খাওয়া মানুষ মধ্যে শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

কুষ্টিয়াতে সুবিধাবঞ্চিত অটো/রিক্সা চালকগন যেন এই প্রচন্ড গরমে অসুস্থ হয়ে না পরে, সে চিন্তা থেকে যানবাহন চালক ও পথচারীদের মাঝে ফ্রী শরবত বিতরণ করতে মানবতার ফেরিওয়ালা হয়ে মাঠে নেমেছেন কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকার  কিছু যুবক সম্পূর্ণ পরিষ্কারভাবে জীবানু মুক্ত অবস্থায়, শরবতের বেশকিছু উপকরণ গুর, লেবু, ইসবগুল, সেলাইন ইত্যাদি যারা বিশুদ্ধ ঠান্ডা পানি মিশ্রণে শরবত তৈরি করে খেটে খাওয়া দিনমজুরদের তৃষ্ণা মিটাচ্ছেন লাহিনী বটতলা কিছু যুবক তবে তারা যে জনগণেরই সেবা দানকারী , সেটা বরাবর-ই তাদের মানবসেবায় ফুটিয়ে তুলেছে। লাহিনী বটতলা তাদের নিজেদের শহরের মানুষদের প্রতি সবসময়-ই দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে।

তীব্র গরমে জনজীবনে স্বস্তি চাওয়া সাধারণ জনগণ যখন জীবিকার তাগিদে তাপদাহ্ এর মধ্যে সময় কাটাচ্ছে, ঠিক তখন খেটে খাওয়া যানবাহন চালক ও পথে চলাচলকারী জনগণের মাঝে ফ্রী শরবত পরিবেশন করছে লাহিনী বটতলা কিছু যুবক

আমাদের এই সেবামূলক কার্যক্রম দেখে আরো হাজারো বৃত্তবান মানুষ এগিয়ে এসে তারাও ভিন্ন ভিন্ন উদ্যোগ গ্রহণ করে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াক, তাহলে কিছুটা হলেও উপকৃত হবে অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষ।

সে সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা  ছাত্রলীগের  সাবেক সাধারণ- সম্পাদক আল-আমিন শেখ হিমেল তিনি বলেন যে তীব্র গরমে জনজীবনে স্বস্তি চাওয়া সাধারণ জনগণ যখন জীবিকার তাগিদে তাপদাহ্ এর মধ্যে সময় কাটাচ্ছে, ঠিক তখন খেটে খাওয়া যানবাহন চালক ও পথে চলাচলকারী জনগণের মাঝে ফ্রী শরবত পরিবেশন করছে এটা খুবই মহৎ কাজ তাদের দেখে সমাজের বিভিন্ন ব্যক্তি যেন এগিয়ে আসে সে কামনাই করি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর