কুষ্টিয়ার কুমারখালীতে অসহায় বাক, দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, সাবান ও শ্যাম্পু বিতরন করা হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ লোটাস চক্ষু হাসপাতালে সহযোগিতায় কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের প্রধান কার্যালয় খয়েরচারাতে ২০ জন শারীরিকভাবে অক্ষম মানুষের মাঝে ঈদের এসব সামগ্রী তুলে দেন লোটাস চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
এ সময় তিনি বলেন,প্রতিবন্ধীরা আমাদেরই ভাই ,আমাদেরই বোন, আত্মীয় কিংবা প্রতিবেশী।ঈদের মত এমন আনন্দের দিন তারাও যেন সমাজের আর দশ জনের মতই উপভোগ করতে পারে সে কারণেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি এমনিভাবে একটু করে এগিয়ে আসি তাহলে প্রতিবন্ধীদের জীবনকে আরো সহজ ও সুন্দর করে তুলতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, মানবকন্ঠের পলাশ কুমার ঘোষ, প্রতিদিনের সংবাদের বিজয় কুমার বিশ্বাস , সমাজকর্মী সুজন কুমার ঘোষ, সমীর কুমার বিশ্বাস সহ প্রতিবন্ধী সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ।