শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

মেধাবী শিক্ষাথীদের বৃত্তি দিলেন কুমারখালী কল্যাণ ট্রাস্ট!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে ২০ জন মেধাবী শিক্ষাথীদের মধ্যে শিক্ষাবৃত্তি -২০২৪ প্রদান করেন কুমারখালী কল্যাণ ট্রাস্ট। আজ (৬ মার্চ) কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তন কক্ষে মেধাবী শিক্ষাথীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য কামনা করে অতিথিরা বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। কখনও পিতা-মাতার মনে কষ্টের কারণ হবানা। কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেনা।

এসময়ে উপস্থিত ছিলেন, কুমারখালী কল্যাণ ট্রাস্টের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কাইসার, কুমারখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলনসহ বৃত্তিপ্যাপ্ত শিক্ষার্থী ও তাদের অবিভাবক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর