অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কুমারখালীতে ৬ ফার্মেসি মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মার্চ) কুমারখালী হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, সহযোগিতা করেন ওষুধ তত্ত্বাবধায়ক জেলা কার্যালয় মিঠুন কুমার ঘোষ।
তিনি বলেন,হাসপাতাল রোড এলাকায় মোল্লা ফার্মেসি, শিপ্রা ফার্মেসি সহ ৬ টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও গুণগত মান সম্পন্ন নয় এমন ফার্সেমী গুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ভবিষ্যতে এসকল অভিযান অব্যাহত থাকবে।