সোসাল মিড়িয়ার দর্শকদের বিনোদন দিতে কন্টেন্ট ভিডিও তৈরী করে ব্যাপক সাড়া ফেলেছে রঙ্গের কারখানা নামে একটি ইউটিউব ভিডিও চ্যানেল। সেখানে প্রতিনিয়ত বিনোদন মূলক ভিডিও আপলোড দেওয়া হচ্ছে যেটা দেখছে সোসাল মিডিয়ার ব্যাপক মানুষ।
কনটেন্ট ভিডিও তৈরী করে মানুষকে বিনোদন দিতেই ১০ জন বন্ধু মিলে গড়ে তুলেছেন রঙ্গের কারখানা নামে একটি ইউটিউব (চ্যানেল) ফেসবুক পেজ`তাদের সাথে ভিডিও তৈরীতে সহযোগীতা করছেন একঝাঁক তরুণ যুবসমাজ।
রঙ্গের কারখানা ভিডিও কনটেন্ট তৈরীর সাথে যারা সরাসরি ভাবে যুক্ত আছেন তারা হচ্ছেন, মো.আল-মামুন ভিডিও এডিট ও পরিচালনা,স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান শান্ত, মিউজিক অডিশন ওবাইদুর রহমান অপু, অভিনেতাদের মধ্যে রিসেন্ট, দীপ বিশ্বাস, আহম্মদ, আসিফ,সোহান,সুমন,অপু শেখ।