শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ৩০২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে ছুটিতে এসে ছোট ভাইয়ের শশুর পক্ষের লোকজনের হামলায় আহত হয়েছেন সাইদুর রহমান (৩৪) নামে এক পুলিশ কর্মকর্তা।তিনি উপজেলার রিফাইতপুর ইউনিয়নের রিফাইতপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ও ঢাকা জেলা পুলিশের গুলশান থানায় উপসহকারী পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত পুলিশ কর্মকর্তার পরিবার ও থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, হামলাকারীরা ওই পুলিশ কর্মকর্তার ছোট ভাই বিজলীর শ্বশুর পক্ষের আত্মীয়। বিজলী ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা হলে এ নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ শুরু হয়। এ ঘটনায় হামলাকারীরা প্রথমে ওই পুলিশ কর্মকর্তা ও তার ছোট ভাই বিজলীর পরিবারকে হুমকি ধামকি দিতে থাকে।

গত ৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ওই পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান মোটরসাইকেল যোগে নিজ বাড়ী থেকে রিফাতপুর বাজারে আসার সময় পথের মধ্যে তার রাস্তা গতিরোধ করে আমিরুল ইসলাম, শুকুর আলী, পাপ্পু, আনিস সহ কয়েকজন তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ কর্মকর্তার সাইদুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক রক্ত জখম করে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমানের পরিবার ও স্থানীয়রা।

এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক শামীম জানান, আহত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমানের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর