কুষ্টিয়ার খোকসা বাজারের পুরনো ব্যবসায়ী আব্দুর রউফ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন,মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর।
পরিবার সূত্রে জানা যাই, আব্দুর রউফ হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (২৮ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থা তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে একপুত্র এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে খোকসার যামিনী-কামিনী কবর স্থানে তাকে দাফন করা হবে।