রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

বিদ্যালয় ছুটি দিয়ে নির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন শিক্ষকেরা 

নিজস্ব প্রতিবেদক / ১৫৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে নির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা। সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোনেবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা না নিয়ে স্কুল ছুটির ঘোষণাদেন কর্তৃপক্ষ।

পরে অফিস ও শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর উপজেলার আল্লাহর দর্গা এলাকার নিজ বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান।

তবে স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেননা উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম তিনি বলেন, খুব কষ্টে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে পেরেছি তখন তিনি এমপি মহদয়ের ওখানে ছিলেন। তাঁর কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম তিনি আমাকে বলেছেন, স্কুল বন্ধ হয় নাই শিক্ষদের একটা প্রোগ্রাম ছিলো এমপি মহোদয়ের সাথে। প্রোগ্রাম শেষ করে আমরা স্কুলে ফিরে যাবো।

পরে বিদ্যালয়ে উপস্থিত থেকে আবার মাধ্যমিক কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান। এবিষয়ে নাম না প্রকাশ শর্তে দ্বশম শ্রেণির এক ছাত্র বলেন, সকাল ১১ টার দিকে আজ স্কুল ছুটি দিয়েছে সারেরা (স্যারেরা), হাজিরাও নেয়নি।

প্রতিষ্ঠানটির পাশে এক ফেরিওয়ালা দোকানীর কাছে যানতে চাওয়া হলে তিনিও একি কথা বলেন। রোজ ৪ টার সময় বন্ধ হয় আজ সকালেই বন্ধ করে এমপির বাড়িতে গিয়েছে সারেরা।
এবিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হয় খোলা প্রতিষ্ঠান বন্ধ করে কেন এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন, তবে তিনি তার কোন সদুত্তর দিতে নাপেরে তিনি স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছেন বলে জানান। এসময় তিনি বলেন স্কুলের উন্নয়নের স্বার্থে তারা এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর