রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

দৌলতপুরে কৃষকের লাউ ক্ষেত কেটেদিল দূর্বৃত্তরা

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ৯৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৯:১০ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের কৃষক মোঃ নাজমুল হোসেনের লাউ ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা।

অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। কৃষকের স্বপ্ন ভেঙ্গে দিয়ে তার হতাশার মধ্যে ফেলে দিয়েছে দূর্বত্তরা। বড় আশা নিয়ে লাউ ক্ষেত তৈরী করেছিল তা আর বাস্তবায়ন হলো না।

দৌলতপুর খাস মথুরা ইউনিউনের ৭নম্বর ওয়ার্ডের গইড়ি পাড়ার বটতলা মাঠের মধ্যে ঐ কৃষকের ৪৮ শতাংশ জমির ধরন্ত লাউ গাছ রাতে কেবা কাাহারা কেটে দিয়েছে।যে খানে শতশত ছোট লাউ, ফুল ঝুলছে। মাচার উপরের লাউয়ের পাতা ঢোলে পড়েছে।

২১ জানুয়ারী সকালে ক্ষেতে এসে দেখতে পায় ক্ষেতেরর লাউ গাছ কেবা কারা কেটে দিয়েছে।এ ক্ষেতে তার অন্তত ৯০ হাজার টাকা ব্যায় হয়েছে।এ মৌসুমে ২ লাখ টাকার লাউ বিক্রির আসা ছিল।কিন্তু দূর্বৃত্তর তার সব আসা নিরাসা করে দিয়েছে।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অফিসার আলি আহমেদ, বলেন, খবর পাওয়া মাত্র ওখানে আমাদের লোক পাঠানো হয়েছে ক্ষেত পরিদর্শন করেছে।ক্ষতির পরিমান নিরুপন করে কতৃপক্ষের মাধ্যমে কৃষকের সহযোগিতার চেষ্টা করবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর