কুষ্টিয়ার মিরপুরে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রেলওয়ের পাকশী বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২৫ জন ব্যক্তির বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগে দণ্ডবিধির ১৮৩ ধারায় জেল-জরিমানাসহ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান সিলগাল করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এনামুল হক, পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু প্রমুখ।