শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন

ভোট বর্জনের আহ্বানে কুমারখালীতে বিএনপির লিফলেট বিতরণ

কুষ্টিয়ার সময় অনলাইন / ১৪৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে কুষ্টিয়ার কুমারখালীতে লিফলেট বিতরণ করেছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ এস এম শাতিল মাহমুদ এর নের্তৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নের্তৃবৃন্দ মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এই লিফলেট বিতরণ করেন।

এ সময় দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী এবং রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, ৭ জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচনে তারা ছাড়া কেউ ভোটকেন্দ্রে যাবে না। এ নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এসময় তিনি আরও বলেন, সাধারণ মানুষকে আমরা কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ব্যাংকে আমানত না রাখার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর