শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

পার্থ সারথী ঘোষ / ১২১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭:৪১ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে ইটের খোয়া ভর্তি ড্রাম ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে যদুবয়রা – লাহিনীপাড়া জিকে খালের নির্মাণাধীন সড়কের চাঁদপুর বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫৫) উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের মৃত আইন উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজাদ খান জানান, নুরুল ইসলাম শীতের পিঠা নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজবাড়ি থেকে যদুবয়রা জামাই বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে নির্মাণাধীন সড়কে ইটের খোয়া ভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং ঘাতক ট্রাক জব্দ করেছেন। তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর