শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমারখালীর মেয়রও যুবলীগের সভাপতি হারুনকে শোকজ!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৪৯৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুই সমর্থক কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুন এবং উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ কে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

আচরণবিধি লঙ্ঘনে দুজনকে আগামীকাল সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থক শিষ্টাচার বহির্ভূত উস্কানীমূলক বক্তব্যসহ স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি প্রদানের অভিযোগে কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুন এবং প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুনকে পৃথক ভাবে শোকজ নোটিশ প্রেরণ করা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি কুষ্টিয়া-৪ এর চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ এম এ আজহারুল ইসলাম স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল লিখিত বক্তব্য দেওয়ার জন্য সকাল ১১টায় আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নন্দলালপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে শিষ্টাচার বহির্ভূত উস্কানীমূলক বক্তব্য ও হুমকি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর