বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

দৌলতপুরে রাজনৈতিক জটিলতার সুবিধা পেতে পারে জাতীয় পার্টি

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৪০৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ অপরাহ্ন

কুষ্টিয়া-১ সংসদীয় আসনে ( দৌলতপুর উপজেলা ) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহরিয়ার জামিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ থেকে একাধিক স্বতন্ত্র প্রার্থী, ভোটের মাঠে নেই বিএনপি, জাসদ নিজের প্রতীকেই, তখন জাতীয় পার্টির পতাকাবাহী পিতা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক খাদ্য প্রতিমন্ত্রী প্রয়াত কোরবান আলীর সন্তান জেলা জাতীয় পার্টির নেতা শাহরিয়ার জামিল আছেন সংসদ নির্বাচনে ভোটের মাঠে। বাবার রেখে যাওয়া সমর্থন এবং ভোটের সাথে নিজের নেতৃত্ব শাহরিয়ার জামিলকে অভাবনীয় সাফল্য এনে দিতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে নির্বাচনী এলাকায়।

খাদ্য প্রতিমন্ত্রী ছাড়াও, দু’বারের সংসদ সদস্য, একবারের জেলা পরিষদ চেয়ারম্যান কোরবান আলী বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটান ২০১৬ সালে প্রয়াত হয়ে। বাবার মৃত্যুর পর থেকে লাঙ্গল ধরেছেন শাহরিয়ার জামিল। তৃণমূল পর্যায়ে কাজ করে আসছেন সারাবছর, স্থানীয় ভাবে ধরে রেখেছেন সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকাও।

রাজনৈতিক প্রেক্ষাপট ও ভোটের হাওয়া বিবেচনায় জামিল বলেন, লাঙ্গলের জয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। নেতাকর্মী ও সমর্থকেরা উন্মুখ হয়ে আছে ৭ জানুয়ারির জন্য।

উপজেলাটির বিভিন্ন সুত্র থেকেও জানা গেছে, লাঙ্গল প্রতীকে ভোট দিতে এবার ঐক্যবদ্ধ হতে পারে দৌলতপুরের সকল ভোটার-কর্মী-সমর্থক।

দৌলতপুরের তরুণ সোহানুর রহমান এবং বিপ্লব হোসেন মন্তব্য করেন, এক বল নিয়ে বেশি টানাটানি হলে, গোল দিয়ে দিতে পারেন হেভি ওয়েট পরিবারের প্রার্থী শাহরিয়ার জামিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর