দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে কুষ্টিয়ার ৪ টি আসনে সাবেক এমপি সতন্ত্র প্রার্থী আব্দুর রউফ সহ ১৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটানিং কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে ঘন্টাব্যাপী চলে মনোনয়ন যাচাই বাছাইয়ের সভা।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ, জাতী পার্টিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১৭ টি মনোনয়ন বাতিল করা হয়।
বাতিলকৃতরা হলেন, কুষ্টিয়া ১ আসনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন এবং সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের পুত্র নাজমুল হুদাসহ ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
কুষ্টিয়া ২ আসনে বাদ পড়েছে ৬ জনের মনোনয়ন। কুষ্টিয়া ৩ আসনে এ জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান সহ মনোনয়ন পত্র বাতিল হয়েছে ৪ জনের।
কুষ্টিয়া ৪ আসনে মনোনয়ন পত্র বাতিল হয়েছে সাবেক এমপি আব্দুর রউফসহ ৩ জনের।
জানা গেছে, ঋন খেলাপী, আয়কর রিটান দাখিল, লাভজনক চাকরীসহ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ সমর্থকের তথ্য সঠিক না থাকায় প্রার্থীতা বাতিল করা হয়।