শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

কুষ্টিয়া-১ আসনে সরোয়ার জাহান বাদশাহ ফের মনোনয়ন পাওয়ায় আনন্দমিছিল!

মানজারুল ইসলাম খোকন ( দৌলতপুর ) / ২২৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮:০৫ অপরাহ্ন

কুষ্টিয়া-১ আসনে ১৭ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ্।

এদিকে বিকেলে এমন খবরে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। মনোনয়ন ঘোষনার পর আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহর সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় দৌলতপুর উপজেলা বাজার। সন্ধ্যার পর নুরুজ্জামান নুরুর নেত্রীত্বে দৌলতপুর উপজেলা বাজার থেকে একটি উল্লাশ মিছিল বের হয়, মিছিলটি উপজেলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগনেতা মোঃ সাইদুর রহমান, হোগলবাড়ীয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর এরশাদ আলী, কোরবান আলীসহ শতাধীক নেতাকর্মী।

উল্লেখ্য গেল ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয় এতে এই আসন থেকে ১৭ জন দলীয় মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন ফর্ম জমা দেন।

তবে এখন পর্যন্ত উপজালা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৬ জন সরকারী মনোনয়ন সংগ্রহ করেছে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো :ওবায়দুল্লাহ।

এদিকে দলিয়ো মনোনয়নের বিষয়ে বর্তমান সাংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশাহর বক্তব্য নেওয়া সম্ভব না হলেও পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে শাইখ আল জাহান শুভর প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দলের সঠিক সিদ্ধান্তে আবার মনোনয়ন পেয়েছেন আমার আব্বু। আমরার খুব খুশি।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই—বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর