শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

দৌলতপুরে রবি মৌসুমে প্রনদনা পেল প্রান্তিক কৃষক

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ২৪০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৩:১৪ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে চলতি রবি মৌসুমে সর্ব মোট প্রণোদনা পাবে ১২ হাজার ৮ শত ৭০ জন প্রান্তিক কৃষক। চলতি ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মশুর ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে বীনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর। সোমবার (৬ নভেম্বর) সকাল ১২ টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সারের প্রণোদনা প্রদান করা হয়।

রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে এই প্রণোদনা বিতরণ করা হয়। গম বীজ ৩০০০ জন, ভুট্রা বীজ ২৩১০ জন, সূর্য্যমুখি বীজ ৪৬০ জন, চিনাবাদাম বীজ ৩৫০ জন, পিয়াজ বীজ ১০০ জন, মুগডাল বীজ ২৫০ জন, মসুরী বীজ ৭২০ জন ও খেসারী বীজ ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ অর্থবছরে সর্বমোট ১২৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ করা হবে। এর আগেও ৫ হাজার ৫’শ ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে শরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আলি আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, মহিলা ভাই চেয়ারম্যান সোনালী খাতুনসহ সুবিধা ভুগি প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর