শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

কুমারখালীতে ছাগল,নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

সাকিব ফারহান, কুষ্টিয়া / ১৯৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ন

ঘরের পাশে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় বুধবার ( ১ নভেম্বর) সকালে এঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন – আব্দুল খালেক (৭০), তাঁর স্ত্রী জহুরা খাতুন (৬৫), তাঁর দুই ছেলে জসিম উদ্দিন ( ৪৫) ও মানিক শেখ (৪০), নাছিমের স্ত্রী দিপা খাতুন (৬০), মানিকের স্ত্রী আসমানি খাতুন ( ২৫), জসিমের স্ত্রী নুরুন্নাহার (২৮), আকবর আলীর স্ত্রী কাঞ্চন খাতুন (১৮) ও ইউসুফের ছেলে সাগর শেখ (২৫)। তাঁরা সম্পর্কে আপন মামাতো – ফুফাতো ভাই – বোন।

সদকী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বর ইমরান হোসেন নাসির জানান, বাড়ির পথ ও জমি নিয়ে আব্দুল মানিকের পরিবারের সাথে ইউসুফ শেখের বিরোধ চলছিল। বুধবার সকালে মানিকের স্ত্রী আসমানি প্রতিপক্ষের বাড়ির পাশে ছাগল বেঁধেছিল। এনিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

তাঁর ভাষ্য, তিনি সকালে দু’পক্ষের সংঘর্ষ দেখে পুলিশকে খবর দিয়ে ঠেকানোর চেষ্টা করেছেন। না ঠেকালে সেখানে মার্ডার হয়ে যেত।

দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মানিকের আহত স্ত্রী আসমানি খাতুন বলেন, আমি সকালে প্রতিপক্ষের বাড়ির পাশে ছাগল বেঁধেছিলাম। এনিয়ে ওরা তর্কবিতর্কের একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আমাদের সাতজন আহত হয়েছে। আমি থানায় মামলা করব।

ইউসুফের ছেলে সাগর শেখ বলেন, ওরা রাস্তার ওপর ছাগল বেঁধেছিল। এতে চলাচলে সমস্যা হচ্ছিল। ছাগল সরাতে বলায় প্রতিপক্ষরা তাঁদের উপর হামলা করেছে। তিনিও থানায় মামলা করবেন।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দু’পক্ষের ছত্রভঙ্গ করে দিয়ে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর