বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ভবনে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

সামরুজ্জামান সামুন, কুষ্টিয়া / ৯৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ন

বিনা উস্কানিতে বিএনপি’র মহাসমাবেশ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবির ভবনে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ছাত্র শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(৩১ অক্টোবর-২৩) মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটের সময়ে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ চত্বরের মীর মোশাররফ হোসেন সড়কে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুষ্টিয়া শাখা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, গত (২৮ অক্টোবর) শনিবারে বিনা-উস্কানিতে বিএনপি’র মহাসমাবেশে সময় কিছু দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী জোরপূর্বক ভাবে আমাদের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবির ১৬০/এ কাকরাইল কেন্দ্রীয় অফিসে ঢুকে ভবনের পূর্বপার্শ্বের গেটে গাড়ি পার্কিং করা আইডিইবির মিনিবাস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি মিনিবাস’সহ দুটি গাড়িতে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় এবং আইডিইবি ভবনে ব্যাপক ভাবে ভাংচুর করে।আমরা এই ঘটনাকে অত্যান্ত ন্যাক্কারজনক বলে মনে করি। আমরা আইডিইবির কুষ্টিয়া জেলা শাখা এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

আইডিইবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউশন অব বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কুষ্টিয়ার জেলা শাখার সহ-সভাপতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদশা মামুনুর রশিদ (মামুন), আইডিইবি (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল হামিদ নান্নু, যুগ্ন-আহবায় সংগ্রাম পরিষদ প্রকৌশলী সাহেব আলী, আইডিইবি এর সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী শামছুল আলম ঠান্টু, কুষ্টিয়া পলিটেকনিক্যাল এর সিআইও বিভাগের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, কুষ্টিয়া পলিটেকনিক্যাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী হাসানুর রহমান রনি ও প্রকৌশলী মুন্নাফ হোসেন, এসডিই প্রকৌশলী অশোক কুমার, প্রকৌশলী হাবিবুর রহমান, সওজ এর প্রকৌশলী আরিফ বিশ্বাস, প্রকৌশলী ফেরদৌস শোভন, প্রকৌশলী শফিক হোসেন ও প্রকৌশলী এস এম আতিকুর রশীদ’সহ আরো  অনেকেই উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পেশাজীবী ছাত্র শিক্ষকরা’সহ কুষ্টিয়ায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রকৌশলীরা এতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর